দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৬-০৮-২০২৪ ১১:০৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:০৩:১৬ অপরাহ্ন
সাম্প্রতিক পরিস্থিতিতে তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যাওয়া ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
শুক্রবার বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে প্রবেশ রোধকল্পে অতিরিক্ত জনবল মোতায়নসহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
হিলি আইসিপিতে পাসপোর্ট ধারী যাত্রীসহ তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া জয়পুরহাট জেলার আওতাধীন সব থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে বিজিবি।
হাকিমপুর থানা সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় বিজিবির একটি প্লাটুন পুলিশ প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের জন্য নিয়োজিত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স