দিনাজপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৭-০৮-২০২৪ ১২:০৩:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:০২:৫৩ অপরাহ্ন
দিনাজপুরের বোচাগঞ্জে সাপের কামড়ে ভাদুরী বেওয়া (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতইল ইউনিয়নের শীবতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জিতেন চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ডেইর গ্রামের ফাঁকা মাঠে ছাগলকে খাস খাওয়াতে নিয়ে যায় ভাদুরী বেওয়া। এ সময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। এতে তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ফাইয়াজ ইজতিহাদ বলেন, দুপুর দেড়টার দিকে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পায়ে দাগ দেখে বোঝা গেছে তাকে সাপে কামড় দিয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডালিম সরকার ভাদুরী বেওয়ার বাড়িতে যান। এ সময় তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন আমরা নিশ্চিত হয়েছি ভাদুরী বেওয়া সাপের কামড়ে মারা গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স