চিরিরবন্দরে চালকের গলা কেটে হত্যাচেষ্টা, ইজিবাইক ছিনতাই
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৭-০৮-২০২৪ ১২:৩৬:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:০২:২২ অপরাহ্ন
দিনাজপুরের চিরিরবন্দরে এক ইজিবাইকচালকের গলা কেটে হত্যার চেষ্টা করে তাঁর ইজিবাইক ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের যত্রঘু এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ইজিবাইকচালকের নাম আশরাফুল আলম জার্মান (১৮)। তিনি নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার হায়দার আলীর ছেলে। তাঁকে হত্যাচেষ্টার ঘটনা যে এলাকায় (চিরিরবন্দরের যত্রঘু) ঘটেছে, সেটি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজের কাছে।
আজ বুধবার সকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিরিরবন্দর থানা-পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিরিরবন্দর থানা-পুলিশ আলামত সংগ্রহ করেছে।
সৈয়দপুর ও চিরিরবন্দর থানা-পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সৈয়দপুর শহর থেকে যাত্রীবেশে চার ছিনতাইকারী আশরাফুলের ইজিবাইকে ওঠে। তারা শহরের বিভিন্ন স্থান ঘুরে চিরিরবন্দরের ফতেজংপুর যাওয়ার জন্য বলে।
এরপর ফতেজংপুর ইউনিয়নের যত্রঘু এলাকায় নিয়ে গিয়ে তারা আশরাফুলের গলা কেটে হত্যার চেষ্টা করে এবং ইজিবাইক ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আশরাফুলকে ভুট্টাখেত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে তাঁরা আশরাফুলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত সৈয়দপুর ও চিরিরবন্দর থানা-পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স