দিনাজপুরে ইজিবাইক ছিনতাই, গণপিটুনিতে ২ যুবক নিহত
আপলোড সময় :
১৭-০৮-২০২৪ ০১:০২:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:০০:৫৮ অপরাহ্ন
দিনাজপুরের সদর উপজেলার পল্লীতে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছেন দুই যুবক। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইজিবাইক চালক আব্দুর রহিম (৩০)।
ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত ১২টায় দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশন দিঘি গ্রামে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন- দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী মহল্লার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০) ও দিনাজপুর ৪নং উপশহর এলাকার জুয়েলের ছেলে তারেক (১৮)।
এলাকাবাসী জানান, শনিবার দিবাগত রাতে দিনাজপুর শহর থেকে চালক আব্দুর রহিমের ইজিবাইক ভাড়া করে নিয়ে সদর উপজেলার রামসাগর এলাকায় যায় শুভ মেরাজ ও তারেক নামে দুই যুবক।
রাত ১২টার দিকে তারা রামসাগর এলাকার নওশনদিঘি এলাকায় পৌঁছলে চালক আব্দুর রহিমকে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালক আব্দুর রহিম চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে এসে শুভ মেরাজ ও তারেক গণপিটুনি দেন।
এরপর এলাকাবাসী আহত অবস্থায় চালকসহ অপর দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মর্তুজা রহমান গণপিটুনিতে আহত শুভ মেরাজ ও তারেককে মৃত ঘোষণা করেন।
আহত ইজিবাইক চালক আব্দুর রহিমকে হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স