ডিবি পুলিশ পরিচয়ে আদিবাসির বাড়ি থেকে নগদ টাকা লুট
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৭-০৮-২০২৪ ০১:০৯:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৪ ০১:০৯:১৩ পূর্বাহ্ন
দিনাজপুরের বিরলের পল্লীতে আদিবাসির বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১১ টার দিকে মৌচুষা গ্রামের ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের ঠাকুরপাড়ায় বেশ কয়েকটি আদিবাসি পরিবার বসবাস করে।
শুক্রবার বেলা ১১ টার দিকে অপরিচিত ২ জন ব্যক্তি একটি টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল নিয়ে আদিবাসি আমচার বাড়িতে যায়।
সেখানে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাংলামদ (চুয়ানি) বিক্রি করার অপরাধে আদিবাসি আমচা হাসদাকে গ্রেফতারের হুমকি দেয়।
সে সময় আমচা হাসদাকে না পেয়ে বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর তল্লাশীর নামে ঘরে রক্ষিত ২ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।
পরে পাশের ঈশ্বর হাসদার বাড়িতে গিয়ে একইভাবে কথা বলে ঘর তল্লাশি শুরু করে। তাদের ঘর থেকে ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে সটকে পরে।
এ ঘটনায় এলাকায় হইচই শুরু হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন পরবর্তী আইনুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স