ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিবলী সাদিক সভাপতি, সম্পাদক মানিক

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০১:৪৯:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:০০:৩৯ অপরাহ্ন
শিবলী সাদিক সভাপতি, সম্পাদক মানিক
এমপি শিবলী সাদিককে সভাপতি ও জিয়াউর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলির সদস্য রমেশচন্দ্র শেন এ কমিটি ঘোষণা করেন।
এর আগে ৮ নভেম্বর বিকেলে শিবলী সাদিকের সভাপতিত্বে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পড়ে ১৬ জন ও সাধারণ সম্পাদক পদে জন্য ২১ জন সিভি জমা করেন। 

রাত ১১টা পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেন রমেশচন্দ্র শেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক, আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিটিতে ডা. মোশাররফ হোসেনকে সহ-সভাপতি, আমির হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার রহমান ও আবু সাহাদাত মো. সায়েম আলী এবং পারুল বেগমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ