ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের বোচাগঞ্জে অটো রাইস মিলের পিলার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০২:২৫:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:০০:১৪ অপরাহ্ন
দিনাজপুরের বোচাগঞ্জে অটো রাইস মিলের পিলার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আলমপুর এলাকার একটি অটো রাইস মিলের প্রায় ৪০ ফুট উঁচু পিলারের ওপর থেকে পড়ে মহিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার আলমপুর এলাকার আর জে বি অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুল উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে মহিরুল ইসলাম রাইস মিলটির মূল পিলারের ৪০ ফুট উঁচুতে উঠে (ডায়া এলিভেটর) জমে থাকা ধান পরিষ্কার করছিলেন।

 সেখান থেকে পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বোচাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ