ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে এসআই আহত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০২:৫১:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০২:৫১:০০ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে এসআই আহত
দিনাজপুরের বিরামপুরে সড়কে দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে পুলিশের এসআই আব্দুর রশিদ আহত হয়েছেন। বর্তমানে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলার দিওড় বটতলী এলাকায় ঘটনাটি ঘটে।

আহত এসআই আব্দুর রশিদ বলেন, আজ সকালে উপজেলার দিওড় বটতলি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর জানতে পারি। দ্রুত সেখানে গিয়ে চেয়ারে বসে আহত ড্রাইভার ও হেলপারের নাম ঠিকানা লিখছিলাম। 

এ সময় চেয়ার বেয়ে একটি সাপ উঠে আমার ডান হাতের আঙুলে কামড় দেয়। সঙ্গে থাকা পুলিশ সদস্য আমাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে ভালো আছি। তবে তাকে কি সাপে দংশন করেছে সেটি বলতে পারেননি।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসনাত ইয়াসমিন বলেন, সাপের কামড়ে এসআই আব্দুর রশিদ হাসপাতালে আসেন। তাকে প্রয়োজনীয় পরীসহ চিকিৎসা দিয়েছি, এখন তিনি অনেকটাই ভালো আছেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, সকালে দায়িত্ব পালনের সময় এসআই আব্দুর রশিদ সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তাকে দেখতে গিয়েছিলাম, বর্তমানে তিনি সুস্থ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ