১৩ দিন পর রেলের চাকা ঘুরল দিনাজপুরে
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৭-০৮-২০২৪ ০৩:১৩:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১০:৫৮:৩৮ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ থাকা দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলস্টেশন হয়ে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনের মধ্যে কয়েকটি চালু করা হয়েছে।
দীর্ঘ ১৩ দিন পর বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বুড়িমারী কমিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে যায়। এর মাধ্যমে পার্বতীপুর থেকে স্বল্পদূরত্ব ট্রেনের যাত্রা শুরু হয়। তবে প্রথম দিনে এসব ট্রেন প্রায় যাত্রীশূন্য অবস্থায় নিদিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা গেছে, দেশব্যাপী চলমান ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি ট্রেন নাশকার শিকার হলে গত ১৮ জুলাই থেকে ধাপে ধাপে সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।
এ ঘটনায় প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও স্বল্পদূরত্বের ৪টি লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী প্রায় ৪০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৬টায় পার্বতীপুর রেলস্টেশনের তিন নম্বর প্লাটফরম থেকে ৬টি যাত্রীবাহী এবং একটি মালবাহী কোচ ছেড়ে যায়।
চালু হওয়া অন্যান্য ট্রেন হলো পার্বতীপুর-পঞ্চগড়-পার্বতীপুর রুটে চলাচলকারী ৪১ আপ ৪২ ডাউন কাঞ্চন কমিউটার, লালমনিরহাট-বিরল-লালমনিরহাটের ৬১ আপ ৬২ ডাউন বিরল কমিউটার, লালমনিরহাট-পার্বতীপুর- লালমনিরহাট ৪৬১ আপ ৪৬২ ডাউন বুড়িমারী লোকাল ট্রেন অন্যতম।
পার্বতীপুর জংশন রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার (এসএম) রেজাউল করিম বলেন, কয়েকদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এর মধ্যে দুটি আমাদের হলেও অন্য দুটি ট্রেন লালমনিরহাটের অধীনে চলাচল করবে। তবে দূরপাল্লার আন্তঃনগর ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স