লালমনিরহাট ১৫ জুলাই ২০২৪ (বাসস) জেলায় আজ বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত সমূহের চাষাবাদ কলাকৌশল আন্তঃ পরিচর্যা ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ হল রুমে বিনা র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদর কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘সিএসও’ ও প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘পিএসও’ ও উপ- প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান, রংপুর বিনা উপকেন্দ্রর ‘এসএসও’ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন সদর উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV