সরকার কৃষি উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে: খসরু
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৭-০৮-২০২৪ ০৩:৩৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৪ ০৩:৩৮:৪৩ অপরাহ্ন
নেত্রকোনা, 24 এপ্রিল, 2023 (বাসস) - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আজ বলেছেন যে বর্তমান সরকার একটি কৃষকবান্ধব সরকার কারণ এটি ইতিমধ্যে কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের উন্নতির জন্য অনেক বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নে খামার যান্ত্রিকীকরণসহ অনেক কৃষকবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেছে।
নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে খসরু এসব কথা বলেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেত্রকোনা সদরের মাহমুদা আক্তার।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স