ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির পাশে অনাবাদি জমিতে সবজি চাষ করে সফল পাঁচবিবির রনক

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০৫:২৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০৫:২৭:১০ অপরাহ্ন
বাড়ির পাশে অনাবাদি জমিতে সবজি চাষ করে সফল পাঁচবিবির রনক
॥ শাহাদুল ইসলাম সাজু ॥
জয়পুরহাট, ২ জুলাই, ২০২৪ (বাসস): বাড়ির পাশে অনাবাদি পতিত জমিতে সবজি চাষ করে সফলতার পাশাপাশি সংসারে বাড়তি ভূমিকা করেছেন পাঁচবিবির রনক চন্দ্র ।

পাঁচবিবি উপজেলা সদরের মাতাইশ মঞ্জিল এলাকা ঘুরে দেখা যায়, রনক চন্দ্র নিরাপদ সাক-সবজি পেতে বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে শাকসবজি চাষ করছেন। অনাবাদি পতিত জমিতে নিরাপদ সবজি চাষ করার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সহযোগিতা করছে স্থানীয় উন্নয়ন সংস্থা "জাকস ফাউন্ডেশন"। 

রনক চন্দ্রের বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে নিরাপদ সবজি পাচ্ছে রনকের পরিবার। আশপাশের লোকজনও সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানান রনক। এখানে চাষ করা সবজি গুলোর মধ্যে রয়েছে কাটোয়া ডাটা, মুখিকচু, লাল শাক, পুই শাক, কলমি শাক, বেগুন, মরিচ, লাউ ও চাল কুমড়াসহ বিভিন্ন প্রজাতির শাকসবজি চাষ করেছেন রনক । 

পরিবারের সবজির চাহিদা মিটিয়ে বাজারে এ পর্যন্ত ১১০০ টাকার সবজি বিক্রি করেছেন বলেও জানান রনক । প্রতিবেশী সিরাজুল ইসলাম, দেবেন ও প্রফুল্ল জানান, পতিত অনাবাদি জমিতে রনকের সবজি চাষে সফলতা দেখে নিজেরাও ওই সবজি চাষের উদ্যোগ নিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বলেন, কৃষি বিভাগের তত্বাবধানেও পতিত অনাবাদি জমিতে নিরাপদ সবজি চাষ করার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোও কৃষকদের উদ্বুদ্ধ করে নিরাপদ সবজি চাষ করার সহযোগিতা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ