ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আহতদের দেখভালের জন্য তদারকি দল গঠনের পরামর্শ এবি পার্টির

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০৬:০৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১০:৫৫:৩১ অপরাহ্ন
আহতদের দেখভালের জন্য তদারকি দল গঠনের পরামর্শ এবি পার্টির
ছাত্র-জনতার গণ-আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম দেখভালের জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক তদারকি দল গঠনের পরামর্শ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
 আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক ও নেতাদের উদ্দেশে এই পরামর্শ দেওয়া হয়েছে।

আজ শনিবার দলটির একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যায়।

আহতদের দেখে বেরিয়ে এসে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান আহতদের অবস্থা ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। তাঁরা আহাজারি করছেন।

 তাঁরা নতুন বাংলাদেশ সৃষ্টির নায়তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন রাস্তায় ট্রাফিক কার্যক্রম পরিচালনা  রাস্তা পরিষ্কার বিপ্লবের গ্রাফিতি অঙ্কনের পাশাপাশি আহতদের প্রতি মানবিক দায়িত্ব পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ