চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরের আভাস ভারতের
আপলোড সময় :
১৭-০৮-২০২৪ ০৬:১৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১০:৫৫:২৩ অপরাহ্ন
ছয় মাসও নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কি না, এ ব্যাপারে এখনো স্পষ্ট কোনো বার্তা আসেনি। টুর্নামেন্ট যত নিকটে আসছে পরিস্থিতি আরও উষ্ণ হচ্ছে।
বেশ লম্বা সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিপরীতে গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ভারতে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত অবশ্য কিছুটা বেকায়দায়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলের প্রস্তাব রাখলেও অন্য দলগুলো এ ব্যাপারে আপত্তি জানিয়েছে।
ভারত বাদে বাকি সব দলই পাকিস্তানে খেলতে রাজি। কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়া হলেও সেটি মানবে না অন্যরা।
তবে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এক অনুষ্ঠানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত-কোহলিদের পাকিস্তানে পাঠাবে কি না বিসিসিআই, এ প্রসঙ্গে তিনি বলেছেন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কোনো নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি। সময় ও পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব।
বিসিসিআইর সিদ্ধান্তহীনতায় চিন্তিত পিসিবি। কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসির অধিকাংশ স্পনসর ভারতীয়। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। সেটাই ভাবাচ্ছে আইসিসি ও পিসিবির। আইসিসির কোনো প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলে সমস্যায় পড়তে পারে আয়োজকেরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স