মিলানে ইব্রার ছেলের দুর্দান্ত অভিষেক
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৮-০৮-২০২৪ ১২:০৯:২০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১০:৫৩:৩০ অপরাহ্ন
মাসখানেক আগেই এসি মিলানের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন। এবার এসি মিলানে অভিষেকও হয়ে গেল ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের ছেলে ম্যাক্সিমিলিয়ান ইব্রাহিমোভিচের।
ম্যাক্সিমিলিয়ানের অভিষেক অবশ্য এসি মিলানের মূল দলের জার্সিতে হয়নি। ১৭ বছর বয়সী সুইডিশ উইঙ্গারের অভিষেক হয়েছে এসি মিলানের রিজার্ভ দলের হয়ে, ইতালির সিরি ‘আ’–এর নিয়ন্ত্রিত প্রিমাভেরা চ্যাম্পিয়নশিপে।
তা অভিষেক মিলানের যে পর্যায়ের দল আর যে প্রতিযোগিতায়ই হোক, ইতালির ক্লাব ফুটবলে ইব্রার ছেলের শুরুটা হয়েছে দুর্দান্ত। উদিনেসের রিজার্ভ দলের বিপক্ষে এসি মিলানের রিজার্ভ দলের ৪–০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন ম্যাক্সিমিলিয়ান।
ম্যাক্সিমিলিয়ানের জন্ম ২০০৬ সালে। সেই সময় অবশ্য ইব্রা ছিলেন এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের খেলোয়াড়। ইন্টার মিলান থেকে ২০০৯ সালে বার্সেলোনায় নাম লেখান ইব্রা। সেখান থেকে পরের মৌসুমেই ধারে এসি মিলানে যান সাবেক সুইডিশ স্ট্রাইকার।
পরের মৌসুমে পাকাপাকিই হয়ে যান মিলানের।তা অভিষেক মিলানের যে পর্যায়ের দল আর যে প্রতিযোগিতায়ই হোক, ইতালির ক্লাব ফুটবলে ইব্রার ছেলের শুরুটা হয়েছে দুর্দান্ত। উদিনেসের রিজার্ভ দলের বিপক্ষে এসি মিলানের রিজার্ভ দলের ৪–০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন ম্যাক্সিমিলিয়ান।
ম্যাক্সিমিলিয়ানের জন্ম ২০০৬ সালে। সেই সময় অবশ্য ইব্রা ছিলেন এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের খেলোয়াড়।
ইন্টার মিলান থেকে ২০০৯ সালে বার্সেলোনায় নাম লেখান ইব্রা। সেখান থেকে পরের মৌসুমেই ধারে এসি মিলানে যান সাবেক সুইডিশ স্ট্রাইকার। পরের মৌসুমে পাকাপাকিই হয়ে যান মিলানের।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স