ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিশুর সামনে সহিংসতা আর না

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১০:২৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১০:২৯:৪৩ অপরাহ্ন
শিশুর সামনে সহিংসতা আর না
দেশজুড়ে ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন ৫ অগাস্ট। এরপর দেশের কোথাও কোথাও অরাজকতা দেখা দেয়। মানুষের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আমার জেলাতেও এমন কিছু ঘটনা ঘটেছে। কিছু ঘটনা আমি নিজে প্রত্যক্ষ করেছি। তবে এসব ঘটনার সময় শিশুদের উপস্থিতি আমাকে ভাবিয়ে তুলেছে। তারা কোনো সহিংসতায় জড়ায়নি আমার মতোই উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছে। যদিও এই কাজটি আমি ভুল করেছি। আমার সে সময় বাসায় থাকা উচিত ছিল।

এসময় অনেক শিশুকেই আমি ভয় পেতে দেখেছি। দেখেছি ভয়ে তারা বাবা মায়ের পেছনে এসে লুকিয়ে পড়ছে। আবার কেউ কেউ আগুন দেখে আনন্দে মেতে উঠেছে।ছোট বলে তারা তো বুঝতে পারেনি কোনটা ভালো কোনটা মন্দ।

যে শিশুরা এখানে ভয় পেয়েছে এই ভয় তাদের হয়ত সারাজীবন তাড়া করে বেড়াবে। এই স্মৃতি তাদের মন থেকে সহজে মুছবে না হয়ত। আর যে শিশুরা নারকীয় এসব দৃশ্যের ভয়াবহতা না বুঝে আনন্দ করেছে তারা কেউ কেউ হয়ত এই দৃশ্যগুলোকে স্বাভাবিক বলে ধরে নিতে পারে। তারা যদি এটিকে সাধারণ ঘটনা বলে ধরে নেয় তাহলে সেটি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে।

তাই আমি মনে করি যেকোনো ধরনের সহিংসতার সময় শিশুদের ঘটনাস্থল থেকে যথাসম্ভব দূরে রাখা উচিত অভিভাবকদের।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ