নভেম্বর উইন্ডোতে লাল-সবুজ জার্সিতে দেখা যাবে হামজাকে
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৯-০৮-২০২৪ ১২:৪৭:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১০:৫১:০৬ অপরাহ্ন
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে নভেম্বরেই দেখা যাবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। হামজাকে সেপ্টেম্বর উইন্ডোতে খেলানোর চেষ্টা করেছিল বাফুফে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাওয়ায় নভেম্বরের আগে হামজাকে পাওয়া যাচ্ছে না।
হামজাকে কবে নাগাদ বাংলাদেশ দলে দেখা যাবে এমন এক প্রশ্নের জবাবে বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘ওদের (হামজার এজেন্ট) আমাদের যোগাযোগ আছে। প্রাক-মৌসুম শেষ করার পর এখন প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। আমরা আসলে হামজার এজেন্টের সাথেই যোগাযোগ রাখছি। খুব তাড়াতাড়ি আমরা ভালো কিছু আপনাদের জানাতে পারবো।
সেপ্টেম্বরের যে উইন্ডো আছে সেখানে তার খেলার কোনো সম্ভাবনা নেই। আমরা আশা করে নভেম্বরের উইন্ডোর আগে আমরা ফিফার প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবো। ইনশাল্লাহ নভেম্বর ইউন্ডোতে আমরা তাকে খেলাতে পারবো।সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ম্যাচ দুটি ঘরে আয়োজনের চেষ্টা করছে বাফুফে। তবে ভুটান বাংলাদেশে আসলে থিম্পুতেই হবে ম্যাচ দুটি। ম্যাচ কোথায় হবে তা দুই-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স