ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের সঙ্গে ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ০৮:২২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১০:৫০:৩৯ অপরাহ্ন
মির্জা ফখরুলের সঙ্গে ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের।

আজ সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।


ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি  অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশে থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে...এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন কিভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে  সহযোগিতা করতে পারে তাদের পক্ষ থেকে…কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে দেশটাকে তুলে আনা যাবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

আমীর খসরু বলেন দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন, বাংলাদেশের সব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার করে কিভাবে এগুলোকে সঠিক জায়গায় আনা যায়  তা নিয়ে আলোচনা হয়। সেখানে তাদের (ইউরোপীয় ইউনিয়নের) কী সহযোগিতা থাকতে পারে  অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কী সহযোগিতা থাকতে পারে আলোচনায় সেসব বিষয়ও এসেছে। 

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না  প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘গণতন্ত্রের ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এ বিষয়টি আলোচনা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে…যে ১০০ বিলিয়ন ডলার বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি  সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে একসঙ্গে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ