ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিপন্থী সংগঠন ড্যাবের নেতা–কর্মীদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১২:৩৬:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১০:৫০:২৮ অপরাহ্ন
বিএনপিপন্থী সংগঠন ড্যাবের নেতা–কর্মীদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কিছু নেতা–কর্মীর ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের মহাখালী হাসপাতালে এ ঘটনা ঘটে।

সোমবার স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. খুরশীদ আলম নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালক (চলতি দায়িত্ব) রোবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবিরসহ বেশ কয়েকজন কর্মকর্তা মহাখালী হাসপাতালে যান। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কিছু নেতা–কর্মীও সেখানে মিছিল নিয়ে হাজির হন।

 তাঁরা রোবেদ আমিনের নিয়োগ বাতিল করার জন্য স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা জোর করে সভাকক্ষে ঢুকে যান। এ সময় তাঁরা উপদেষ্টার সামনে চিৎকার চেঁচামেচি করতে থাকেন।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ড্যাবের নেতা–কর্মীদের শান্ত হওয়ার অনুরোধ করেন। সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কও তাঁদের শান্ত হওয়ার অনুরোধ করেন  কিন্তু তাঁরা তা শোনেননি। একপর্যায়ে একজনকে টেবিলের ওপর উঠতে দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান  ঘটনার আকস্মিকতায় স্বাস্থ্য উপদেষ্টা চুপ করে থাকেন।


ড্যাবের নেতা–কর্মীরা রোবেদ আমিনের বিরুদ্ধে দুর্নীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের বিপক্ষে অবস্থানের অভিযোগ তোলেন।

তবে রোবেদ আমিন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন তাঁরা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন সেগুলো সত্য নয়। 

উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতির এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর উপদেষ্টা ও কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে রওনা দেন। একটি সূত্র জানিয়েছে  তাঁদের সঙ্গে ড্যাবেরও কয়েকজন মন্ত্রণালয়ে যান।

এ ব্যাপারে ড্যাবের একজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ