বন্যার্তদের সাহায্যে এক দিনের বেতন দেওয়ার ঘোষণা খুবি শিক্ষক সমিতির
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২৩-০৮-২০২৪ ১১:১৪:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১০:০৫:১৭ অপরাহ্ন
বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বর্তমানে প্রবল বন্যার কবলে পড়ে চরম মানবিক সংকটে রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় শিক্ষকদের এক দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি।
শুক্রবার (২৩ আগস্ট) খুবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এসএম ফিরোজ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অসংখ্য মানুষ খাদ্য, আশ্রয় ও ওষুধের সংকটে দিন কাটাচ্ছেন। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সব সময় দুর্যোগপীড়িত মানুষের পাশে থেকেছে এবং এবারও তহবিল সংগ্রহের মাধ্যমে তাদের সহায়তা করতে প্রস্তুত। খুবির শিক্ষকদের অনেকেই তাদের এক দিনের বেতন কর্তনের বিষয়ে মতামত প্রদান করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সময়ের প্রয়োজন। তদুপরি বর্তমানে উপাচার্যসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ নেই। এ অবস্থায়, দ্রুত পদক্ষেপের লক্ষ্যে ২৭ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ডিসিপ্লিন প্রধানদের মাধ্যমে আপনাদের এক দিনের বেতন বা তদূর্ধ্ব অথবা উপযুক্ত পরিমাণ অর্থ অনুদান হিসেবে শিক্ষক সমিতির কাছে পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স