ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় 12টি জেলা জুড়ে 462 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে: আরএইচডি

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ০৩:৫৮:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ০৩:৫৮:৪০ অপরাহ্ন
বন্যায় 12টি জেলা জুড়ে 462 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে: আরএইচডি
সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) আওতাধীন কমপক্ষে 462 কিলোমিটার সড়ক 12টি জেলায় চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভাগের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে।

20 থেকে 22 আগস্টের মধ্যে, এই এলাকায় 111টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, RHD কর্মকর্তারা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে ৯০.৬৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৫২.৮৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ৩১৮.৭০ কিলোমিটার জেলা সড়ক। ক্ষতিগ্রস্থ জেলাগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মণপুর, চট্টগ্রাম, বন্দরগ্রাম, বন্দরনগরী। , এবং খাগড়াছড়ি। চূড়ান্ত প্রতিবেদন তৈরি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে জানান তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বর্ষণ এবং উজানের উৎস থেকে প্রবাহিত পানির কারণে অনেক রাস্তা তলিয়ে গেছে, যখন প্রবল স্রোত অন্যদের অংশকে ধুয়ে দিয়েছে। বন্যার পানির কারণে বিভিন্ন সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে এবং ভূমিধসে পার্বত্য অঞ্চলে যোগাযোগ বিঘ্নিত হয়েছে।

আরএইচডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ সার্কেল) জিকরুল হাসান জানান, বন্যাকবলিত এলাকায় আরএইচডি মাঠ অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরো বলেন, "সড়ক নেটওয়ার্ক ব্যবহার উপযোগী রাখতে আমরা কঠোর পরিশ্রম করছি। বন্যার পানি কমলেই ক্ষয়ক্ষতির পুরো পরিমাণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ