ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বন্যার্তদের সহযোগিতায় তহবিল সংগ্রহ করছেন শিক্ষক - শিক্ষার্থীরা

মোঃ জাহিদ হাসান
আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ১০:৫১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ১১:৩৬:৪২ অপরাহ্ন
চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জেলাসমূহে বানভাসি মানুষদের বন্যা পরবর্তী পুনর্বাসন, খাদ্য ও ঔষুধ সহায়তার জন্য 'দিনাজপুর স্টুডেন্টস টিচার অ্যালায়েন্স' শহরের বিভিন্ন মোড়,রাস্তাঘাট ও বাজার হতে তহবিল সংগ্রহ করছেন।

ঐক্যবদ্ধভাবে শিক্ষক- শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনায় নিম্ন আয়ের মানুষ যেমন অনুদান দিচ্ছেন,তেমনিভাবে উচ্চ আয়ের মানুষেরাও পাশে দাঁড়াচ্ছেন। সংগ্রহকৃত অর্থ পরবর্তীতে বিশ্বস্ত সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাবেন বলে জানা যায়।

শিক্ষার্থীদের সাথে মাঠ পর্যায়ে থেকে তহবিল সংগ্রহ করছেন দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আব্দুল মোমেন,আমিন কমার্স প্রাইভেট সেন্টারের শিক্ষক জনাব,
মো.আমিনুর রহমান (আমিন),
দিনাজপুর আদর্শ কলেজের প্রভাষক মো. নূর ইসলাম প্রমুখ।



শিক্ষক মণ্ডলীর পক্ষ হতে জনাব আব্দুল মোমেন জানান,
প্রতিবেশি দেশ ভারত কর্তৃক বিবেচনাহীন এবং আকস্মিকভাবে পানি ছেড়ে দেয়ায় যে ভয়াবহ বন্যা  পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দেখে আমরা কয়েকজন শিক্ষক ছাত্রদের নিয়ে মিটিং করি এবং তাৎক্ষনিকভাবে আমরা নিজেরাই প্রথমে ডোনেট করা থেকে শুরু করি যা গত শুক্রবার থেকে দিনাজপুর শহরের বিভিন্ন প্রান্ত এবং বিভিন্ন উপজেলাগুলোতে আমাদের শতাধিক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা গ্রহণ করছেন। 

আশা করছি রবিবারের মধ্যেই আমরা বন্যাকবলিত আমাদের অসহায় ভাই বোনদের হাতে পৌছাতে পারব (ইন-শা-আল্লাহ)।  এছাড়াও এবারের এই মহতি কাজের মধ্যে দিয়ে আমাদের ছাত্র-শিক্ষকের যে হার্দিক সম্পর্ক ও সম্প্রীতির আদান প্রদান বৃদ্ধিকরণ এবং শিক্ষার পাশাপাশি নানামুখী সমাজ সেবামূলক কাজ ও মানবীয় প্রেরণা নিয়ে আমরা সবাই মিলে একটি অরাজনৈতিক,  অলাভজনক এবং কল্যাণমুখী সংগঠন দাড় করিয়েছি যার নাম দেয়া হয়েছে, "Student-Teacher Alliance Foundation (STAF)"। 

তিনি আরও বলেন,সবাই দোয়া করবেন সামনে বড় বড় চ্যালেঞ্জগুলো আমরা ছাত্র-শিক্ষক উভয়ে কাধে কাধ মিলিয়ে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ