কাপ্তাই বাঁধ খোলার সিদ্ধান্ত পরিবর্তন, পানি ছাড়ার নতুন সময় নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-০৮-২০২৪ ০১:২৪:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১০:০১:৩৮ অপরাহ্ন
২৪ আগস্ট ২০২৪: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি পৌঁছালেও শনিবার রাতে বাঁধের গেট খোলার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। পূর্বে রাত ১০টায় ১৬টি স্পিলওয়ে গেট খোলার পরিকল্পনা ছিল, তবে বৃষ্টিপাতের অভাব এবং পানি প্রবাহ কম থাকায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। এখন পরিকল্পনা করা হয়েছে, আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে গেটগুলো খোলা হবে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানিয়েছেন, হ্রদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সবগুলো ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে, এবং পানির চাপ কম থাকায় রাতে গেটগুলো খোলা হয়নি।
এদিকে স্থানীয় প্রশাসন জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে, কারণ প্রতি বছরই এই ধরনের পানি নিষ্কাশন প্রক্রিয়া পরিচালিত হয় এবং এতে কোনো বিপদজনক পরিস্থিতি তৈরি হয় না।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স