আনসারদের ব্যারিকেডে রাজধানীতে যানজট, দুর্ভোগে জনগণ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-০৮-২০২৪ ০৪:৫৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:৫৯:৫২ অপরাহ্ন
আজ রাজধানী ঢাকায় আনসার সদস্যদের আন্দোলনের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তায় অবস্থান নেওয়া আনসার সদস্যরা জাতীয়করণের দাবিতে এই আন্দোলনে অংশ নেন। সকাল থেকে প্রেসক্লাব, পুরানা পল্টন, বিজয়নগরসহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে তারা দাবি আদায়ের চেষ্টা করছেন। ফলে এই এলাকার সাধারণ মানুষ তীব্র ভোগান্তির সম্মুখীন হয়েছেন।
আনসারদের এই আন্দোলনের মূল দাবি হলো স্থায়ী নিয়োগের মাধ্যমে জাতীয়করণ। বর্তমানে তারা দৈনিক চুক্তিতে কাজ করেন এবং রেশন সুবিধা পান। কিন্তু স্থায়ী নিয়োগ না পাওয়ার কারণে তারা নিজেদের অধিকার বঞ্চিত মনে করছেন। আনসার সদস্যদের মতে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এ ধরনের আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে আনে। এমনকি হাইকোর্ট মোড়ে এক পথচারীকে মারধরের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স