ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩৭ দিন পর মেট্রোরেল চালু, স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-০৮-২০২৪ ০৬:১৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৫৯:৩৬ অপরাহ্ন
৩৭ দিন পর মেট্রোরেল চালু, স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের
 

দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর ঢাকার উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেল পুনরায় চালু হয়েছে। গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচে পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের পর মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। এরপর থেকে জননিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের চলাচল স্থগিত ছিল।

শেষ পর্যন্ত ২৫ আগস্ট, রোববার থেকে মেট্রোরেল পুনরায় চালু করা হয়, যা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তবে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনগুলো, যেগুলো এই সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, আপাতত বন্ধ থাকবে। অন্যান্য স্টেশনগুলোতে নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলছে এবং প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী এই সেবার সুবিধা নিচ্ছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামি দিনগুলোতে যাত্রীদের সেবা নিশ্চিত করতে স্টেশনগুলোর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

 এই দীর্ঘ বন্ধের পর মেট্রোরেল চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বাভাবিক জীবনের ছন্দ ফিরে এসেছে, যা ঢাকার জনবহুল এলাকায় পরিবহন ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ