দিনাজপুর সরকারি কলেজের কলেজ বাস দীর্ঘদিন বন্ধ থাকলেও পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। নিয়মিত যেসকল রুটে চলাচল করবে বাস,
রুট(০১): সকাল ০৮:০০ টা দিনাজপুর সরকারি কলেজ হতে ০৮:২০ টা সদর হাসপাতাল ফুলবাড়ী বাসস্ট্যান্ড ০৮:৫০ টা পলিটেকনিক্যাল কলেজ ০৯:২০ চিরিরবন্দর বটতলি ০৯:৩৫ টা ০৯:৪৫ টা ০৮:২৫ টা বড় মাঠ লিলি মোড় ০৮:১৫ টা। পুলহাট ০৮:৪০ টা মেডিকেল কলেজ ০৯:০০ টা দিনাজপুর টা মহারাজা মোড় ০৯:৩০ টা টারমিনাল ০৯:৪০ টা কলেজ মোড়।
রুট(০২): সকাল ১০:০০ টা দিনাজপুর সরকারি কলেজ হতে গোপালগঞ্জ ১০২০, দিনাজপুর সরকারি কলেজ,গোপালগঞ্জ হতে ১০:২০ টা দিনাজপুর সরকারি কলেজ ১০:৩০ টায় পৌঁছাবে।
কলেজ কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানান,বাসে চলাচলকারী ছাত্রছাত্রীদের বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীদের যেসকল নিয়ম মানতে হবেঃ
বাসে কোনোক্রমে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উঠতে পারবে না,কলেজ ID Card (পরিচয়পত্র) ধারী শিক্ষার্থীরা ID Card (পরিচয়পত্র) প্রদর্শনপূর্বক বাসে উঠবে।
আরো জানা যায়, প্রতিদিন সকাল ০৮:০০ টা হতে বিরতিহীনভাবে বাস দুই বার যাতায়াত করবে।অনুরূপভাবে দুপুর ০২:৩০ টা হতে বিরতিহীনভাবে বাস দুই বার যাতায়াত করবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV