ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের সহায়তায় গান গেয়ে এগিয়ে আসছেন সহমর্মী মানুষ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০৬:৫৬:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৫৯:০৩ অপরাহ্ন
বন্যার্তদের সহায়তায় গান গেয়ে এগিয়ে আসছেন সহমর্মী মানুষ
বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে অনেকেই নানাভাবে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি উদ্যোগ হলো, বন্যার্ত মানুষের জন্য গান গেয়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টা। দেশের বিভিন্ন যুব সংগঠন ও স্বেচ্ছাসেবীরা এই উদ্যোগে অংশগ্রহণ করছেন, যেখানে তাঁরা গান গেয়ে অর্থ সংগ্রহ করছেন এবং সেই অর্থ দিয়ে ত্রাণ সামগ্রী সরবরাহ করছেন বন্যাকবলিত অঞ্চলে।

এই উদ্যোগটি সম্পূর্ণরূপে মানবিক সহায়তার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, ওষুধ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষত, তরুণদের এমন উদ্যোগ দেশের সংকট মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে আশার আলো জ্বালাচ্ছে

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ