বরিশালে জন্মাষ্টমীর উৎসব সীমিত আকারে, বন্যার্তদের সহায়তায় যাবতীয় অর্থ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৬-০৮-২০২৪ ০৭:১৩:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:৫৮:৪৯ অপরাহ্ন
২৬ অগাস্ট ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, বরিশালে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ ধর্মীয় আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে এবং এই উৎসবের তহবিল বন্যার্তদের সহায়তার জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশালের স্থানীয় কমিটি জানিয়েছে, চলমান বন্যার কারণে উৎসবের আড়ম্বর কমিয়ে ফেলা হয়েছে। তবে, যে অর্থ সংগ্রহ করা হবে, তা সরাসরি বন্যার্তদের সহায়তায় ব্যবহার করা হবে। এ বছর জন্মাষ্টমীর মূল লক্ষ্য হয়ে উঠেছে সমাজের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন এবং মানবিক সহায়তা।
স্থানীয় প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করছে এই উদ্যোগকে সফল করার জন্য। স্থানীয়রা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের অন্যান্য স্তরকেও আহ্বান জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স