"সবজির চারার গ্রাম: যশোরের আব্দুলপুর ও বাগডাঙ্গা কৃষকের কাহিনী"
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩০-০৮-২০২৪ ০৮:৪৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:৫৪:৩০ অপরাহ্ন
যশোরের আব্দুলপুর ও বাগডাঙ্গা গ্রামগুলি বাংলাদেশের সবজি চারা উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। এই অঞ্চলে দেড় শতাধিক কৃষক বছরে প্রায় ১৫ কোটি টাকার চারা বিক্রি করে থাকেন। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি চারা এখানে উৎপাদন করা হয়। কৃষকরা জানান, ভালো মানের চারা উৎপাদনের জন্য দূর-দূরান্ত থেকে চাষী ও পাইকাররা এখানে আসেন
কুমিল্লার সমেশপুর: মৌসুমি সবজি চারার বিশাল বাণিজ্য
কুমিল্লার সমেশপুর গ্রামটিতে প্রায় ৫০ একর জমিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করা হয়। এই গ্রামের চারার চাহিদা চট্টগ্রাম, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে। চলতি মৌসুমে পাঁচ থেকে ছয় কোটি টাকার চারা বিক্রির লক্ষ্য রয়েছে স্থানীয় কৃষকদের
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স