বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশের হাতে তুলে দিন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩১-০৮-২০২৪ ০৩:২১:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:৫৩:০৭ অপরাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তব্যে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে, বিএনপি কোনোভাবেই চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে জড়িত নয় এবং দলের নাম ব্যবহার করে কোনো অন্যায় কর্মকাণ্ড সহ্য করা হবে না।
ফখরুলের এই বক্তব্য এসেছে এমন সময় যখন বিভিন্ন স্থানে বিএনপির নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি জনগণকে আহ্বান জানান, যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে তৎক্ষণাৎ পুলিশকে অবহিত করতে।
ফখরুল আরও বলেন, জনগণের সহায়তায় বিএনপি এসব দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং দলের সুনাম রক্ষায় আপসহীন থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স