ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধৈর্যশীল ও পরোপকারী: আল্লাহ তাদের ভালোবাসেন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৫:৫৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৫৩:০২ অপরাহ্ন
ধৈর্যশীল ও পরোপকারী: আল্লাহ তাদের ভালোবাসেন
ইসলাম ধর্মের মূল ভিত্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও আল্লাহর আদেশ-নির্দেশনা মেনে চলা। কুরআন ও হাদিসের আলোকে জানা যায়, আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে ভালোবাসেন, যাদের মধ্যে নির্দিষ্ট গুণাবলী রয়েছে। তাদের মধ্যে অন্যতম গুণ হচ্ছে ধৈর্যশীলতা, পরোপকারিতা, বিনয় ও নম্রতা।

ধৈর্যশীলদের প্রতি আল্লাহর ভালোবাসা অসীম। কুরআনের একাধিক আয়াতে উল্লেখ করা হয়েছে যে, ধৈর্যশীলরা আল্লাহর বিশেষ রহমত ও বরকতের অধিকারী। তাদের জন্য রয়েছে আল্লাহর কাছ থেকে বিশেষ প্রতিদান।

পরোপকারিতা আরেকটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ তাআলা এমন মানুষদের ভালোবাসেন যারা নিজের প্রয়োজনের তুলনায় অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয়। এই ধরনের মানুষদেরকে আল্লাহ আরও বেশি করে দয়া ও মাগফিরাত প্রদান করেন।

যারা আল্লাহর আদেশ-নির্দেশনাকে অনুসরণ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামিক নীতিমালা মেনে চলেন, তাদের আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন। তাদের জন্য জান্নাতে রয়েছে চিরস্থায়ী সুখ ও শান্তি।

সর্বশেষে, আমাদের প্রতিদিনের জীবনে আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী অনুসরণ করার চেষ্টা করতে হবে। এই গুণাবলীর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং দুনিয়া ও আখেরাতে সফল হতে পারি।


 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ