ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৪০তম বিসিএস থেকে প্রাথমিকের ২০৮ জন পেলেন প্রধান শিক্ষকের পদ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:১৪:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৫২:৩৭ অপরাহ্ন
৪০তম বিসিএস থেকে প্রাথমিকের ২০৮ জন পেলেন প্রধান শিক্ষকের পদ
৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা বিভাগের জন্য ২০৮ জন প্রধান শিক্ষক নিয়োগ পেয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিভাগে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন। তাদের এই নিয়োগ প্রক্রিয়া দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, এই নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে নতুন ও প্রতিভাবান শিক্ষকরা শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সরকার প্রতিনিয়ত নানা উদ্যোগ গ্রহণ করছে। ৪০তম বিসিএস থেকে ২০৮ জন নতুন প্রধান শিক্ষকের নিয়োগ সেই উদ্যোগেরই একটি অংশ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ