ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পড়াশোনার বয়সে বিয়ে: শিক্ষার অগ্রগতিতে প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৪:২২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৫১:৫৭ অপরাহ্ন
পড়াশোনার বয়সে বিয়ে: শিক্ষার অগ্রগতিতে প্রতিবন্ধকতা
বাংলাদেশে শিক্ষার্থীদের ঝরে পড়ার একটি প্রধান কারণ হলো পড়াশোনার বয়সেই বিয়ে হয়ে যাওয়া। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এই সমস্যাটি খুবই জটিল আকার ধারণ করছে। গবেষণা থেকে দেখা গেছে, শিক্ষাজীবন চলাকালীন বিয়ে হয়ে গেলে শিক্ষার্থীদের একটি বড় অংশই পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়। মেয়েদের ক্ষেত্রে, বাল্যবিবাহ, দারিদ্র্য, এবং সামাজিক নিরাপত্তাহীনতা এই ঝরে পড়ার কারণগুলোর মধ্যে অন্যতম।

শিক্ষাবিদদের মতে, বাল্যবিবাহের কারণে মেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং পরিবারের চাপের কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এই প্রবণতা শুধুমাত্র তাদের শিক্ষাজীবনই নয়, ভবিষ্যতের কর্মজীবন এবং আর্থিক স্বনির্ভরতার উপরও বিরূপ প্রভাব ফেলে। বিশেষত, গ্রামের মেয়েদের মধ্যে এই সমস্যা আরও বেশি প্রকট।

সমাধানের জন্য দরকার স্কুল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধে কঠোর আইন প্রয়োগ, এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান। এছাড়া, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ