আস-সুন্নাহ ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার পুনর্বাসন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-০৯-২০২৪ ০৫:০৮:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:৫১:৫২ অপরাহ্ন
আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার লক্ষাধিক পরিবারকে সাহায্য প্রদান করা হচ্ছে। ফাউন্ডেশনটি ১০০ কোটি টাকার পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে।
ফাউন্ডেশনটি ইতোমধ্যে ২০ হাজার পরিবারের জন্য শুকনো খাবার এবং ৭০ হাজার পরিবারের জন্য চাল, ডালসহ অন্যান্য ভারী খাবার বিতরণ শুরু করেছে। পাশাপাশি, ৭০ হাজার পরিবারের জন্য ২৫ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে।
পুনর্বাসন কার্যক্রমের আওতায়, গৃহহারা ৫ হাজার পরিবারের জন্য গৃহ নির্মাণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নগদ অর্থ সহায়তা, এবং কৃষকদের জন্য বাছুর কিনে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনটি বিশেষত মৃত ব্যক্তিদের পরিবারের জন্য উপার্জনের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের এই বৃহৎ কার্যক্রমের মাধ্যমে দেশের দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স