ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিগ ব্যাশে রিকি পন্টিংয়ের দলে বাংলাদেশের রিশাদ

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৬:৩৮:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৫১:৪৭ অপরাহ্ন
বিগ ব্যাশে রিকি পন্টিংয়ের দলে বাংলাদেশের রিশাদ
বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য এটি এক বিরল সুযোগ। বিগ ব্যাশ লিগে (BBL) এবার তিনি জায়গা করে নিয়েছেন রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন হোবার্ট হারিকেনস দলে। রিশাদ তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে রেকর্ড ১৪ উইকেট নিয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগগুলোর নজরে আসেন তিনি।

এই সুযোগটি আসে রিশাদের সামনে যখন হোবার্ট হারিকেনসের ড্রাফটে তাকে দলে নেয়া হয়। রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি অধিনায়কের দলের অংশ হতে পারা রিশাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। তবে, রিশাদের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, কারণ তিনি বর্তমানে জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় জড়িয়ে আছেন।

রিশাদের সঙ্গে একই দলে আছেন ক্রিস জর্ডান এবং শেই হোপের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা, যারা তাকে দলে সহযোগিতা করবেন। তবে দেশের হয়ে খেলার ব্যস্ততা তার বিগ ব্যাশে অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। তাসমানিয়ার এই দলে রিকি পন্টিংয়ের কৌশলী নেতৃত্বে রিশাদের পারফরম্যান্স কেমন হবে, তা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা উদগ্রীব হয়ে আছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ