ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার সতর্কতা: আগামী দিনে আরও বিপর্যয়ের ইঙ্গিত দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১০:৫৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৪৯:৪৫ অপরাহ্ন
বন্যার সতর্কতা: আগামী দিনে আরও বিপর্যয়ের ইঙ্গিত দিল আবহাওয়া অফিস
সেপ্টেম্বর মাসের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার শঙ্কা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। বিশেষ করে ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে এসব অঞ্চলে নতুন করে প্লাবনের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের মতে, এ মাসে দেশের গড় বাষ্পীভবন এবং সূর্যালোকের পরিমাণের ভিত্তিতে, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে কৃষি এবং অবকাঠামো খাতে বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে বন্যা একটি বার্ষিক দুর্যোগ, তবে সাম্প্রতিক বছরের জলবায়ু পরিবর্তনের ফলে এর তীব্রতা ও ব্যাপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিসের এই পূর্বাভাস দেশের মানুষের জন্য একটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ