বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক লাইসেন্স: হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-০৯-২০২৪ ১১:৫৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:৪৯:৪১ অপরাহ্ন
বাংলাদেশের সকল বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০০৮ সালে একটি স্থগিতাদেশের পর থেকে অনেক প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ না করে সেবা দিয়ে আসছিল। সম্প্রতি আদালত সেই রুল খারিজ করে সকল প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলোকে ২০০৭ সাল থেকে বকেয়া লাইসেন্স ফি, জামানত এবং নবায়ন ফি পরিশোধ করতে হবে। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারির পর থেকে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে সেবা মান উন্নত হবে এবং সরকার রাজস্ব খাত থেকে উল্লেখযোগ্য আয় করবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স