ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোনার চোরাচালান চক্রে ধরা পড়লেন দিলীপ আগারওয়ালা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০২:১৬:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:০২:১৯ অপরাহ্ন
সোনার চোরাচালান চক্রে ধরা পড়লেন দিলীপ আগারওয়ালা
ঢাকায় বহুল আলোচিত সোনার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বিতর্কিত ব্যবসায়ী দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক খুনের মামলায় অভিযুক্ত এই ধনকুবের দীর্ঘদিন ধরে সোনার চোরাচালান এবং অর্থ পাচার করে আসছিলেন।

দিলীপ আগারওয়ালা ঢাকায় ব্যবসা শুরু করার পর দ্রুত বিত্তশালী হয়ে ওঠেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সোনার চোরাচালানের পাশাপাশি অবৈধভাবে অর্থ পাচার করতেন। তার বিরুদ্ধে সাম্প্রতিক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এই ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ দিলীপ আগারওয়ালা দেশ ও বিদেশে ব্যাপক সম্পদ অর্জন করেছেন। দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তার বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বর্তমানে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে রয়েছে সোনা এবং হীরার চোরাচালান, অর্থ পাচার, এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। তার এই গ্রেপ্তার দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সফলতার একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ