প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-০৯-২০২৪ ০১:৪৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:০২:১০ অপরাহ্ন
প্রথমবারের মতো সরকারের শীর্ষ সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজকের এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিলো প্রশাসনিক কার্যক্রমে নতুন দিকনির্দেশনা এবং প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। বৈঠকটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ড. ইউনূস তার বক্তব্যে প্রশাসনের প্রতি আস্থা রেখে কাজ করার আহ্বান জানান এবং জনগণের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স