বাংলাদেশের বিনোদন জগতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি, পরীমণি তার ফেসবুক পেজে অরুণা বিশ্বাসকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন, যার ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অরুণা বিশ্বাস একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্র আন্দোলন দমনে গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। তিনি অরুণার বিরুদ্ধে সোচ্চার হয়ে তার পোস্টে লিখেছেন, "অমানুষ! হিংস্র! লোভী!" এবং এর পরেই পরীমণি 'থু' লিখে অরুণাকে ধিক্কার জানান।
পরীমণির এই পোস্টের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নানা শ্রেণীর মানুষ এ নিয়ে মন্তব্য করতে শুরু করে। বেশিরভাগ মন্তব্যেই পরীমণির প্রতি সমর্থন জানানো হয়েছে, যদিও বিষয়টি নিয়ে বিতর্কও কম হয়নি।