শায়খ আহমাদুল্লাহর ছাত্র আন্দোলন নিয়ে পোস্ট
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-০৯-২০২৪ ০৯:৪১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৯:০১:২৫ অপরাহ্ন
শায়খ আহমাদুল্লাহ সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং সহমর্মিতা জানিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে, ছাত্রদের এই আন্দোলনে যারা জীবন হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। শায়খ আহমাদুল্লাহ তার অনুসারীদের এই পরিস্থিতিতে মানবিক দায়িত্ব পালন করতে আহ্বান জানান এবং সম্ভব হলে অর্থিক ও মানসিক সহায়তা প্রদানের অনুরোধ করেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স