ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত থাকছে নর্থ সাউথের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের আদেশ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১২:১৮:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৮:৫৮:৫৪ অপরাহ্ন
স্থগিত থাকছে নর্থ সাউথের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের আদেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বিষয়ে আদালতের আদেশ স্থগিতই থাকছে। গত কয়েক বছর ধরে চলমান এই আইনি জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বোর্ড পরিচালনায় বেশ কয়েকটি সমস্যার সৃষ্টি হয়েছে। ২০২২ সালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হলেও, সংশ্লিষ্ট কিছু পক্ষ উচ্চ আদালতে রিট করলে এর কার্যকারিতা স্থগিত হয়।

অবৈধ ঘোষিত পুনর্গঠিত ট্রাস্টি বোর্ড নিয়ে হাইকোর্ট এবং আপিল বিভাগের শুনানি শেষ না হওয়ায়, পুরনো বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের সিদ্ধান্ত মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই স্থগিতাদেশের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রমে কোন প্রভাব পড়বে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, আদালত দ্রুত এই সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে এবং পুনর্গঠনের বিষয়টি নিষ্পত্তি হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ