রংপুরে আঘাত হানা ভূমিকম্পের উৎপক্তি ভুটানে
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০৬-০৯-২০২৪ ০৯:৪৭:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:৫৬:০৭ অপরাহ্ন
ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে আঘাত হেনেছে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে আশপাশের এলাকা। এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে। প্রাথমিক তথ্যে জানা গেছে উৎপত্তিস্থল সামতসে জংখাগের কাছাকাছি অঞ্চলের অনেক মানুষ কম্পন টের পেয়েছেন। তবে এটির আঘাতে বড় ধরনের কোনা ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। এই ভূমিকম্পের কারণে ঘরের জানালা ভাঙা বা আসবাবপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
ভুটানে হওয়া এই ভূমিকম্পে কেঁপেছে ভারতের সিকিম ও এর আশপাশের অঞ্চলও। সেখানে তাৎক্ষণিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তা সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স