ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৫:২১:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৫:২১:২১ অপরাহ্ন
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ
চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় বিক্ষোভ-অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবস্থান নেন তারা। 

এ সময় অবরোধকারী চাকরি প্রত্যাশীরা, ‘বয়স না মেধা-মেধা মেধা, আর নয় কালক্ষেপণ-এবার দাও প্রজ্ঞাপন, ৩০ এর শৃঙ্খল-ভেঙে দাও গুড়িয়ে দাও, পদ্মা-মেঘনা-যমুনা, ৩৫ আমার ঠিকানা, বৈষম্যবিরোধী বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নেই, সাড়া বাংলায় খবর দে, ৩০ এর কবর দে’ জাতীয় বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে। কিন্তু আমাদের মাত্র ৩০ বছর।

 নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না। আন্দোলনের সমন্বয়ক জসীম নায়েক বলেন, ‘আমরা দীর্ঘ ১২ বছর ধরে এ আন্দোলন করে আসছি। বিগত আওয়ামী সরকার আমাদের দাবি মেনে নেয় নাই। বরং বার বার আমাদের মামলা ও নির্যাতন করেছে। ছাত্র-জনতার সরকারের কাছে আমাদের দাবি, আর কালক্ষেপণ না করে অতিবিলম্বে ৩৫ বাস্তবায়ন করে গ্যাজেট আকারে প্রকাশ করা হোক। আমাদের শিক্ষার্থীর পড়ার টেবিরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দেন। তিনি বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিতে হবে। বিকাল ৩টার মধ্যে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলন ঘোষণা আসবে।

 আমরা আজ বিকাল ৩টা পর্যন্ত সরকারকে আল্টিমেটলি দিচ্ছি। এর আগে, বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সারা দেশ থেকে চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ