ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার ‘জমিদারি’ ফেরত দিতে কাজ করছে ভারত: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৫:৪৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৫:৪৮:৪৯ অপরাহ্ন
শেখ হাসিনার ‘জমিদারি’ ফেরত দিতে কাজ করছে ভারত: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয় বরং শেখ হাসিনার ‘জমিদারি’ ফেরত দিতে কাজ করছে ভারত। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণের পর তিনি এসব কথা বলেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) নার্সেস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের বিএনপি নেতা রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছিলো, শেখ হাসিনা পালায় না। তারা এখন কোথায়? তাদের এখন কোথাও জায়গা নেই। ভারতে বসে সে কী করছে? যে গণতন্ত্রকামী দেশগুলো আশ্রয় দেয় তারাও শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। কিন্তু তাকে বধুবরণের মত আশ্রয় দিয়েছে ভারত।সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনার জমিদারি ফেরত দেয়ার জন্য কি তারা চেষ্টা করছে?

রিজভী বলেন, ভারতের উদ্দেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ নিয়ে তাদের চাওয়াটা কী? তারা কি শেখ হাসিনার শূন্যতা ভুলতে পারছে না? তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনা, এদেশের মানুষ না। তারা বিশেষ ব্যক্তির সাথে যে যোগাযোগ রাখতে চায় সেটা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলবে- এটা তাদের মাথায় রাখা উচিত। তিনি বলেন, শেখ হাসিনার শাসনে কেউ ভয়ে কিছু বলতে পারেনি। তিনি যা বলতেন সেটাই করতে হবে এটাই ছিলো তার অভিপ্রায়। দেশের মানুষকে তারা পেটুয়া বাহিনী দিয়ে নির্যাতন করে গেছেন তখনও নার্সের অ্যাসোসিয়েশন জিয়াউর রহমানের আদর্শে অবিচল ছিলো। বিএনপি’র সহ-নার্সেস বিষয়ক সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সদস্য মোঃ মাহবুবুল ইসলাম, ইন্জিঃ ইকবালুর রহমান রোকন, ন্যাব সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়াল, ন্যাব নেতা মাহমুদ হোসেন তমাল, শাহীনুর রহমান, মর্জিনা আক্তার, মমতাজ বেগম, বিএম রাশেদুল ইসলাম- সহ নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ