ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোনো ব্যাংক দেউলিয়া হলে যত টাকা ফেরত পাবে গ্রাহক

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০১:৩১:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৮:৫৩:৩৬ অপরাহ্ন
কোনো ব্যাংক দেউলিয়া হলে যত টাকা ফেরত পাবে গ্রাহক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবে। তবে তিনি চান কোনো ব্যাংক যেন দেউলিয়া না হয়।

 রোববার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গ্রাহকদের স্বার্থে ডিপোজিটর ইন্সুরেন্স সীমা বাড়ানো হয়েছে। তবে এ ক্ষেত্রে বাড়ানো হয়নি প্রিমিয়াম।’গভর্নর বলেন, ‘ব্যাংক খাতে সুশাসন ফেরাতে টাস্কফোর্স গঠনের বিষয়ে সহায়তা দেবে এডিবিসহ আন্তর্জাতিক কিছু সংস্থা। এছাড়া এসএমই খাতের ঋণ যেন বড় উদ্যোক্তারা না পায় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।’

পাশাপাশি ব্যাংক লুটেরা এস আলমের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘শিল্পগোষ্ঠীটির সম্পদ যারাই কিনবে, তারা যেন নিজ দায়িত্বে কেনে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ