ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : নৌবাহিনী প্রধান

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০২:০৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৮:৫৩:২২ অপরাহ্ন
সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : নৌবাহিনী প্রধান
নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, ছাত্র জনতার সফল আন্দোলনের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে।

 সেই পরিবর্তনের সুফল দেশ ও দেশের জনগণ যেন পায়, সেজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আজ (সোমবার) বেলা ১১টার দিকে ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা ও যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন শেষে ভোলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নৌবাহিনী প্রধান আরও বলেন, আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী সব সময় দেশের জনগণের পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। বর্তমানে দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমগুলোতে সহযোগিতা করে যাচ্ছে, যতদিন পর্যন্ত প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক যৌথ বাহিনী সেই সহযোগিতা করে যাবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোলার আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে এ জেলায় আরও নৌবাহিনী সদস্য মোতায়েন করে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।

 এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত হোসেন, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহীন মজিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ