ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আগুন

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৬:১৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৮:৫২:১৫ অপরাহ্ন
গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আগুন
গাজীপুর মহানগরীর কাশিমপুর ভাবানিপুর এলাকায় একটি পোশাক কারখানার গোডাউনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিগবস নামে একটি ফ্যাক্টরির গোডাউনে পাশের অন্যএকটি কারখানার আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে বিগবস কোম্পানির গোডাউনসহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে গেছে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করায় তারা ফিরে গেছেন।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিগ বস নামের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়।

 সেখানে বিক্ষুব্ধ শ্রমিকেরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা ফিরে আসে। আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ