যমুনায় কাল ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
১১-০৯-২০২৪ ০৮:৩৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:৫০:২৬ অপরাহ্ন
গত ৩ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে সাদা পোশাকে নতুন রূপকথা লিখেছিল বাংলাদেশ।
প্রথমবার টেস্টে পাকিস্তানের বিপক্ষে অর্জন করা বাংলাদেশকে সেদিনই অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দেশে ফিরলে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে দেখা করার কথা জানান প্রধান উপদেষ্টা। অবশেষে সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিজ উপদেষ্টার কার্যালয় যমুনায় নাজমুল হোসেন শান্তদের সঙ্গে দেখা করবেন ড. . মুহাম্মদ ইউনূস। আগামীকাল দুপুরে ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। আজ মুঠোফোন এনটিভি অনলাইনকে খবরটি জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম।
জানা গেছে, যমুনাতে শান্ত-মিরাজদের সঙ্গে যাবেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া থাকতে পারেন কয়েকজন বোর্ড কর্মকর্তা। সেখানেই ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।
এর আগে সিরিজ জয়ের দিন মুঠোফোনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। সেদিন মুঠোফোনে শান্তকে ড. ইউনূস বলেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। পুরো জাতি তোমাদের জন্য গর্ববোধ করছে।
সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। বিশেষ করে বিদেশের মাটিতে তো বড় দলের বিপক্ষে সেই অর্থে বড় কোনো সাফল্য নেই বললেই চলে। এবার সেই পরিসংখ্যান বদলালো নাজমুল হোসেন শান্তর দল। একটা সময় টেস্ট ফরম্যাটের শীর্ষসারির দল পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
এবার সেই তালিকায় যোগ হয়েছে পাকিস্তানের নাম। তা ছাড়া পাকিস্তানের ঘরের মাঠে কেবল ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইটওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স