কেন ভারত সিরিজের দলে জাকের, জানাল বিসিবি
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
১২-০৯-২০২৪ ০৮:২৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৮:৪৯:১০ অপরাহ্ন
আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ফিট হতে না পারায় রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে।
ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি। ঠিক কি কারণে দলে সুযোগ পেলেন জাকের তাই জানালেন নির্বাচক হান্নান সরকার।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারত সিরিজের দল ঘোষণার পর দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকের প্রসঙ্গে নির্বাচক হান্নান সরকার বলেন আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম সেটা হলো কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা পাঁচজন পেসার নিয়ে গিয়েছিলাম। ভারতে আমরা চারজন পেসার নিয়ে যাচ্ছি। এবং একজন ব্যাটার বাড়িয়েছি। সেটাও মিডলঅর্ডার স্পেশালিস্ট। আমাদের শেষ কয়েকটি পরিকল্পনায় শাহাদাত দিপু ছিল। সে সুযোগ পেয়েছে এবং খারাপ-ভালো মিলিয়েই খেলেছে। সাম্প্রতিক সময়ে দিপু আসলে খুব ছন্দে নেই।
হান্নান আরও জানান ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে জাকের দারুণ করেছে। পাকিস্তানে কদিন আগেই সে ১৭২ রানের ইনিংস খেলেছে। সেই বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আর শরিফুলকে না রাখার কারণ হলো সেই যে শতভাগ ফিট সেটা বলা যাবে না।
পাকিস্তানে দ্বিতীয় টেস্টেই ও আনফিট ছিল। যে কারণে নির্বাচনী প্রক্রিয়ায় ছিল না। তারপর সেই প্রক্রিয়ায় ওকে ফলো-আপে রাখা হয়েছে। ফিজিও-ট্রেনাররা তার দেখভাল করছেন। তাকে টেস্টের জন্য শতভাগ ফিট বলব না।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স